আহ্বান বই রিভিউ | Ahban Book Review
বইয়ের তথ্যাদি :
বই: আহ্বান
লেখক: মিজানুর রহমান আজহারি।
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রকাশকাল: ২২ মার্চ ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ২৫৩
মূল্য:২৭০ টাকা।
বই রিভিউ :
পার্ট: ৩
আল্লাহর চাদর
অহংকার একমাত্র সেই স্বত্তার অধিকার, যিনি যাবতীয় প্রয়োজনের উর্ধ্বে এবং আপন ক্ষমতায় সবার উপর শ্রেষ্ঠ। তিনি মহান আল্লাহ। আল্লাহ যাবতীয় প্রয়োজনের উর্ধ্বে। তাই তো আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর।
কেউ যদি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তবে চিন্তা করে দেখ তার পরিণতি কতটা খারাপ হবে! অহংকারী ব্যক্তি মহান আল্লাহর রহমত, হিদায়াত এবং মান-সম্মান থেকে দূরে থাকবে সম্পূর্ণজীবনভর।
অহংকারী পরকালে বিনা হিসাবে জাহান্নামে যাবে। সে আল্লাহর দেওয়া পবিত্রতা অর্জন করতে পারবে না।
অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে মানব ইতিহাসের অনেক ক্ষমতাশালী ও সম্পদশালী ব্যক্তি ও সম্প্রদায়। তাদের মধ্যে রয়ছে, আদ ও সামুদ জাতি, ফেরাউন, নমরুদ, কাবিল ও কারুন।
মনে অহংকার সৃষ্টিকারী উপাদান সৌন্দর্য, সম্পদ, ক্ষমতা, যোগ্যতা কিনবা সফলতা সবই আল্লাহর দান। তিনি চাইলেই তা নিয়ে নিতে পারেন। এই বিশ্বাস আমাদের অহংকার থেকে দূরে রাখতে পারে।
নিজেকে অহংকার থেকে দূরে রাখতে আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যুকেও ভয় করতে হবে। সেইসাথে ব্যক্তিজীবনে সাদামাটা ও বিনয়পূর্ণ জীবনযাপন আমাদের অহংকার দূরীভূত করতে পারে।
প্রতিটা অন্তর অহংকার থেকে মুক্ত হয়ে মহান রবের প্রতি একান্ত আনুগত্য প্রকাশের নিমিত্তে সেজদায় লুটিয়ে পড়ুক। আমরা একমাত্র মহান রবের আপন গুণ অহংকার থেকে নিজেদের অন্তরসমূহকে পবিত্র রাখতে সদা তৎপর থাকতে চেষ্টা করবো। ইনশাআল্লাহ।
Post a Comment