ChatGPT কি ? কিভাবে কাজ করে? - What is ChatGPT
ChatGPT কি?
নেটিজনদের প্রায় সবারই মুখে মুখে একই প্রশ্ন ChatGPT কি! এটা কোত্থেকে উদয় হলো, এর কাজ কি, এ যেন এক নতুন বিস্ময়।
আসুন জেনে নেওয়া যাক ChatGPT নিয়ে।
ChatGPT হচ্ছে এমন একটি Virtual Assistance যেটা গুগল অ্যাসিস্ট্যান্টের মত বলা যায় তবে তা থেকে ভিন্ন। অর্থাৎ ChatGPT এর সাহায্যে আপনি যেকোনো কিছুর যথাযথ উত্তর খুঁজে বের করতে পারবেন সহজেই। গুগল অ্যাসিস্ট্যান্ট যেভাবে আমাদের তথ্য দিয়ে সহায়তা করে এটাও একইভাবে সাহায্য করবে তবে ভিন্নতা হচ্ছে তথ্য দেওয়ার ক্ষেত্রে গুগল অ্যাসিস্ট্যান্ট যান্ত্রিকভাবে খুঁজে সেটা আমাদের সামনে হাজির করতো কিন্তু ChatGPT সেরকম নই।
ChatGPT মানুষের মত চিন্তা করে নিজের মধ্য থেকেই উত্তর দিবে। আবার এটা ভাবিয়েন না যে মানুষের মত চিন্তা করতে পারবে! (মানুষ মানুষের জায়গায়, মানুষের বুদ্ধিমত্তার সমান কিছুই নেই।)
ChatGPT হচ্ছে একটি Artificial intelligence এর ভিত্তিতে তৈরি প্রজেক্ট।
এবার আসুন জেনে নেওয়া যাক
ChatGPT এর কাজ কি কি?
সাধারণত ChatGPT এর কাজ অনেক।যেমনটা গুগল সার্চ ইঞ্জিন করে থাকে। তবে এক্ষেত্রে ChatGPT হচ্ছে তারচেয়ে উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তি।
ChatGPT এর সুবিধাগুলো :
আগে আমরা যেকোনো প্রয়োজনে যেকোনো তথ্যের জন্য গুগলে সার্চ করতাম বা অন্য কারও সহায়তা নিতাম। কিন্তু ChatGPT সেটাকে আরও সহজ করে দিয়েছে যাতে আর গুগল বা বিং এর মত ইঞ্জিনের কাছে গিয়ে হাজারও তথ্য থেকে তথ্য খুঁজতে না হয়।
ChatGPT বলতে গেলে একজন পার্টনারের মত কাজ করবে। যাকে আমরা যেকোনো প্রশ্ন করতে পারবো এবং তার উত্তর সে সহজেই দিয়ে দিবে। হ্যাঁ যেকোনো প্রশ্ন বা সমস্যার সমাধান আমরা তার থেকে পাবো। যেমন আপনি হঠাৎ বুঝতে পারছেন না কি করবেন বা কোন একটা কাজ করতে গিয়ে আঁটকে যাচ্ছেন বা কাজের মাঝখানে কিছু ভুল হয়েছে সেটার সমাধানও ChatGPT দিবে। হঠাৎ করে যদি মনে হয় আপনার কোনকিছু লিখতে হবে, লিখতে গিয়ে যদি মাঝখানে আঁটকে যান সেখানে ChatGPT সহায়তা করবে।
হঠাৎ কোন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তখন চাইলেই ChatGPT এর সহায়তা নিতে পারবেন ।
কোন কাজ নিজে করতে সমস্যা হলে ChatGPT আপনাকে সহজেই করে দিবে। এক্ষেত্রে সে নিজের রিসোর্স ব্যবহার করে কাজ করবে। যদি সে না পারে সরাসরি বলে দিবে আমি পারবো না।
ChatGPT তে প্রশ্ন করলেই মিলবে সহজ সমাধান।
আবার ধরুন, একটা আর্টিকেল লিখতে যাচ্ছেন কিন্তু পর্যাপ্ত রিসোর্স নেই আপনার কাছে। সমস্যা নেই। ChatGPT আছেনা?
শুধু রিসোর্স না, আপনার মনমতো আর্টিকেলটাই লিখে দেবে ChatGPT
আবার হতে পারে আপনি অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আইডিয়া পাচ্ছেন না। কোনো বড়ভাইয়ের কাছে যাওয়ার আগে হাতের কাছেই থাকা ChatGPT কে একবার জিজ্ঞেস করে দেখুন।
কোনো লেটার লিখতে চাচ্ছেন? কীভাবে লিখবেন জানেন না? ChatGPT কে বলুন। মূহূর্তের মধ্যেই লিখে দেবে।
ChatGPT এর অসুবিধাগুলো :
আমরা জানি প্রত্যেক জিনিসেরই সুবিধা অসুবিধা থাকে।একইভাবে ChatGPT এরও অসুবিধা রয়েছে। চলুন সেই অসুবিধার কয়েকটি ক্ষেত্র নিয়ে আলোচনা করা যাক।
অসুবিধার কথা যদি বলতে যাই, তাহলে সর্বপ্রথম আসবে সৃজনশীলতার কথা। আমরা মানবজাতি কিন্তু খুবই অলস। সবসময় আরাম খুঁজি। যতক্ষণ পর্যন্ত সহজ পদ্ধতি আমরা না পাই ততক্ষণ কঠিনের মধ্যে আবদ্ধ থাকি। সহজ উপায় পাইলেই আর কঠিনের মধ্যে থাকতে চাইনা। এটা আমাদের মনুষ্য জাতির রোগ।
এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যখন অধিকতর সহজ কোনো সমাধান সামনে আসবে তখন মানুষ কাজ করতে চায় না। হয়ে যায় অলস প্রকৃতির। যার ফলে নিজে থেকে কিছু করার যে তাড়না সেটি কিন্তু কমে যায়। ফলে মানুষের সৃজনশীল যে চিন্তাভাবনা সেটি কিন্তু হ্রাস পায়।
এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে শিক্ষাক্ষেত্র। শিক্ষার্থীরা সবকিছুর উত্তর পেয়ে গেলে নিজ থেকে পড়া শিখতে চাইবেনা। অ্যাসাইনমেন্ট দিলে কপি-পেস্ট হবে। আর অনলাইন নির্ভর শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের কোনো কষ্টই করতে হবে না।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শুধু বলবে কী করতে হবে। বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে। ফলে শিক্ষার্থীকে কিছু করতে হবে না। যার কারণে শিক্ষার যে বেসিক অর্জনের বিষয়টি সেটি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হবে।
এছাড়াও সৃজনশীল ক্ষমতা কমে গেলে মানুষ অত্যধিক পরিমাণে প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে, ফলে অনেকসময় মেধা বিকাশের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
একসময় মানুষ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দিতো। এখন মানুষ AI এর মাধ্যমে আর্টিকেল লেখে তা নিজের নামে পাবলিশ করে।
যদিও এই পদ্ধতি মানুষের লেখার মতো প্রাণবন্ত হয়নি এতদিন। ফলে কিছুটা এক্সপার্ট ফলেই এগুলো বুঝে ফেলা সম্ভব ছিল। দেখা যাক ChatGPT কী করে।
এই AI ‘র যুগে প্রযুক্তি নির্ভর কাজ বেড়ে যাওয়ায় অনেক মানুষ কর্মক্ষেত্র হারাতে পারে। এছাড়াও আরো হাজারো সমস্যার সম্ভাবনা রয়েছে।
ChatGPT ব্যবহারের নিয়ম :
ChatGPT Web Link :
https://chat.openai.com
Chrome Extension :
ক্রোম এক্সটেনশনের মাধ্যমে খুব সহজেই ChatGPT এর সুবিধা নেওয়া যায়। যখন কোনোকিছু গুগলে সার্চ করবেন তখন গুগলের রেজাল্ট পেইজের ডানে ChatGPT এর রেজাল্ট খুব সুন্দরভাবে দেখতে পাবেন।
ফলে আর ওয়েবসাইটে ঘুরে ঘুরে বিরক্ত হতে হবে না।
নিচের লিংক থেকে Extension টি ডাউনলোড করে নিন।
ChatGPT Chrome Extension
VSCode Extension :
যারা প্রোগ্রামিংয়ের সাথে জড়িত তাদের কাছে Microsoft এর VSCode খুবই পরিচিত ও জনপ্রিয় একটি টুল। এখানে সহজেই বিভিন্ন APP/Plugin এর সাহায্যে প্রোগ্রামিংকে আরো সহজ ও উপভোগ্য করে তোলা সম্ভব।
ChatGPT এর VSCode প্লাগইন এর মাধ্যমে খুব সহজেই যেকোনো কোডের ডেফিনেশন ও ইন্সট্যান্ট হেল্প পাওয়া সম্ভব। যদিও এটি সেটাপ করা কিছুটা ঝামেলার কাজ। কারণ, এখানে ব্রাউজার থেকে কুকিজ ইনজেক্ট করতে হয়।
হয়তো পরে কোনো সময় আরো সহজ পদ্ধতি আসবে।
নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখতে পারেন।
ChatGPT VSCode Extension
এগুলো ছাড়াও আরো অনেক আছে। VS Code এ সার্চ করলেই পেয়ে যাবেন। নিজ দায়িত্বে ট্রাই করে দেখুন আপনার প্রয়োজন আনুযায়ী।
উপসংহার :
সর্বোপরি ChatGPT মানুষের কল্যাণের জন্য তৈরি হলেও এটি মানুষের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে।
যার কারণে এটি ইতোমধ্যেই বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
Post a Comment