ম্যাসেজ বই রিভিউ | Message Book Review
বইয়ের তথ্যাদি :
বই: ম্যাসেজ
লেখক: মিজানুর রহমান আজহারি।
প্রকাশনী:গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রকাশকাল: ০৮ এপ্রিল ২০২১
পৃষ্ঠা সংখ্যা: ২৯৬
মূল্য:২৭৫ টাকা।
বইয়ের রিভিউ :
মুমিনের হাতিয়ার
মাত্র দুই অক্ষরের শব্দ ‘দু'আ’; যার ক্ষমতা অপরিসীম। দু'আ হলো সর্বশ্রেষ্ঠ স্বত্তার কাছে অধম দাসের চাওয়া পাওয়া নিবেদনের মাধ্যম। মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার হলো দু'আ। দু'আ এক মহৎ ইবাদত।
রাসূল (সঃ) বলেন_
“আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দু'আ করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”
-- সুনানে আবু দাউদ; ১৪৭৯
রাসূল (সঃ) দু'আ কে ইবাদতের মূল নির্যাস তথা ইবাদতের মগজ বলেছেন। আল্লাহ দু'আ কে সম্পূর্ণ দ্বীনের সাথে তুলনা করেছেন।
দু'আ আমাদের ভাগ্য পরিবর্তন অরে দিতে পারে, অন্তরের চাহিদা পূরণ করে। সর্বাবস্থায় দু'আ করা নবিদের সুন্নাত, সত্যিকারের দু'আ কখনো বিফলে যায় না।
দু'আ করার সময় আমাদের পরিপূর্ণ আদব রক্ষা করা আবশ্যক। আমাদের দু'আতে দুনিয়া ও আখিরাত দ'টোই চাওয়া উচিত। আল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন_
“আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।”
আল বাকারা - ২০১ আয়াত।
হাদীসের ভাষায় কিছু বিশেষ সময়ে দু'আ কবুল হয়। যেমন: শেষ রাতে, ইফতারের পূর্বে, সিজদায়৷
কিছু বিশেষ মানুষের দু'আ দ্রুত কবুল হয়। যেমন: সন্তানের জন্য পিতামাতার দোয়া, মুসাফিরের দু'আ।
আবার দু'আ কবুলেরও কিছু শর্ত রয়েছে। যেমন: শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, পূর্ণআস্থার সাথে দু'আ করা, দু'আয় দুরুদ পাঠ করা।
দু'আ একটা আর্ট তথা শিল্প, এখানে ভালোবাসা,ভক্তি,চোখের পানি,জুড়ে দিতে হয়। তবেই তা উত্তমরুপে প্রতীয়মান হয়। আল্লাহ আমাদের দু'আগুলোকে হৃদয় থেকে উপলব্ধি করে আদর্শ দু'আ হিসেবে কবুল করুন। আমিন।
Post a Comment