Nagad To Bank Money Transfer সিস্টেম ২০২৩

Nagad To Bank Money Transfer সিস্টেম ২০২৩


নগদ থেকে ব্যাংকে এবং ব্যাংক থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম চালু করেছে বিকাশ এবং ব্যাংক কতৃপক্ষ। যদি-ও আমরা এ নিয়ে অনেকেই জানি না। 


চলুন আজকের টিউটোরিয়াল এ জেনে নেওয়া যাক প্রযুক্তির এই নতুন আপডেট নিয়ে। 


আজকের টিউটোরিয়াল এ আমরা জানতে পারবো কিভাবে নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো যায়, তাও আবার ঘরে বসেই। একইসাথে জানতে পারবো কিভাবে ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে সেই বিষয়টি। 


নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো সম্ভব কিনা ? 

বিকাশ থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠানো যায় এটা আমরা অনেকেই জানি কিন্তু নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো যায় এটা আমরা অনেকেই জানিনা বলা যায়। 

হ্যাঁ, নগদ থেকেও ব্যাংকে টাকা পাঠানো যায়। তবে এক্ষেত্রে প্রয়োজন আছে Visa Debit Card এর। 



নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম :


নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম আমাদের নগদ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তারপর যে নগদ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চাই সেই অ্যাকাউন্টে লগিন করতে হবে। 

Login করা শেষ হলে নিচের নিয়ম অনুসরণ করে ব্যাংকে টাকা পাঠানো সম্ভব। 


প্রথমেই Nogod APP এ প্রবেশ করুন তারপর Transfer Money অপশন এ ক্লিক করুন। 





এবার আপনাকে Visa Card অপশন সিলেক্ট করতে হবে এবং পরবর্তী তে আপনাকে কার্ডের তথ্য দিতে বলা হবে। 



এবার তথ্য দেওয়া হয়ে গেলে কত টাকা ট্রান্সফার করতে চান সেই টাকার পরিমাণ লিখতে হবে 

( এক্ষেত্রে সর্বনিম্ন ৫০৳ থেকে শুরু করে ২৫০০০৳ পর্যন্ত পাঠানো যাবে) 



টাকার পরিমাণ লিখা হয়ে গেলে পরবর্তী ধাপে নিয়ে যাবে, এবার আমাদের Nogod PIN দিয়ে কনফার্ম করলেই টাকাটা আমাদের ব্যাংকে চলে যাবে। 



এভাবেই সহজে নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো সম্ভব এবং তা ঘরে বসেই। 


ব্যাংক থেকে নগদে টাকা আনার নিয়ম :


আবার আমরা চাইলে আমাদের প্রয়োজনে Bank থেকে Nagad এ টাকা নিয়ে আসতে পারবো যখন ইচ্ছে তখন। 

এতে ব্যাংকে যেতে হবে না। 


ব্যাংক থেকে নগদে টাকা আনার জন্য আমরা একটা অ্যাপ ব্যবহার করবো, আর সেই অ্যাপটা হচ্ছে Cellfin App।  যেটা ব্যবহার করে সহজেই আমরা নগদে টাকা Add Money করতে পারবো যখন ইচ্ছে তখন। 


নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ কেমন :

নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণত চার্জ প্রযোজ্য হলেও। বলা যায় এটা কম একটা চার্জ ধার্য করা হয়েছে যা আমাদের জন্যই ভালো। 

বর্তমানে চার্জ হচ্ছে হাজারে ১২৳



আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করলাম। 

সবাই ভালো থাকবেন। 

Post a Comment

Previous Post Next Post