পিউরিফিকেশন অব দ্যা হার্ট বই রিভিউ
বইয়ের তথ্যাদি :
বইয়ের নামঃ পিউরিফিকেশন অব দ্যা হার্ট
লেখকঃ হামজা ইউসুফ ,
অনুবাদকঃ ফুয়াদ আল আজাদ
পৃষ্ঠাঃ২৪০
প্রকাশনীঃ মিরর পাবলিকেশন্স
বই রিভিউ :
আপনি একজন আস্তিক হোন,নাস্তিক হোন,মুসলিম হোন কিংবা যে কোনো ধর্মের!
আপনি ধর্ম মানুন আর না মানুন আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে,যার হৃদয় যত সুন্দর ততই সুন্দর সে মানুষ হিসেবে।
এই হৃদয়কে সুস্থ রাখার জন্যও আমাদের প্রয়োজন এই হৃদয়ের অসুস্থতা সম্পর্কে।
আমাদের বাহ্যিক সৌন্দর্য গুলো,অসুস্থতা গুলো ভালো/খারাপ দিক সম্পর্কে কিন্তু আমরা সব সময় জানতে আগ্রহী থাকি।
কমবেশি সবাই জানি।এই ধরুন না,"মাথা ব্যাথা হলে,একটু জ্বর এলে কিংবা গ্যাসে সমস্যা হলে" আমরা বুঝে ফেলি কোন ঔষধ খেতে হবে।এর জন্য কিন্তু আমাদের চিকিৎসক এর নিকট যেতে হয় না।
এ ক্ষেত্রে আমরা কম বেশি সবাই সতর্ক, কিন্তু অবহেলাটা আমরা বেশি রাখি আমাদের অভ্যান্তরীন সৌন্দর্যের দিকে।
ধর্মের দিক থেকে দেখলে,আমাদের জন্য অন্তরের সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ তার প্রতিও নজর দেওয়া হয়েছে।
সুরা আশ-শুয়ারা আমাদের বাহ্যিক উন্নতির কথা বলেছে।আমাকে মহান রব অনুপ্রাণিত করেছে অন্তরের সৌন্দর্যের যত্ন নিতে।
"কেবল (সাফল্য লাভ করবে) সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে।"
এই আয়াতটি কেবল মাত্র মুমিন ব্যাক্তির জন্য গুরুত্বপূর্ণ নয়।বরং হৃদপিণ্ড সচল প্রতিটি মানুষের জন্য জরুরী অন্তরের যত্ন নেওয়া।
কেন জরুরী?
"Helen Keller" এর কথাটি একবার পড়ুন,ভাবুন "The most beautiful things in the world cannot be seen or even touched, they must be felt with the heart."
কথাটি খুবই ক্ষুদ্র,কিন্তু চিন্তা করলে এর ব্যাখ্যা কিন্তু অনেক বড়।আসলেই তো "ভালো হৃদয়ের চেয়ে উজ্জ্বল আর কোনো সৌন্দর্য নেই।"
আপনার হৃদয় পুরো পৃথিবীকে জয় করতে পারবে।আপনার হৃদয় ই হাজারো পথহারা মানুষের জন্য, হাজারো খারাপ মানুষের জন্য,হাজারো অসহায় মানুষের জন্য অবলম্বন হবে।যদি তা হয় সুস্থ।
একটি সুন্দর হৃদয়,যা ক্বলব আপনাকে সব সময় একজন ভালো মানুষ হতে বাধ্য করবে।কিন্তু প্রশ্ন আসে,কিভাবে সেই ভালো হৃদয়ের জন্য নিজেকে প্রস্তুত করব?
মোটিভেশন তো আর উপায় বলে দেয় না,কিভাবে নিজের হৃদয়ের যত্ন নিব,সেই সাথে হৃদয়ের অসুখ গুলোর সন্ধান পাব?
অবশ্যই আপনার জন্য ইনার একটি প্রোডাক্টিভ বইয়ের কথাই বলব,যা মোটিভেশন দিয়ে আপনাকে কোনো ফাদে ফেলবে না,আপনাকে সত্যিই পথ দেখাবে।
এবং যার প্রতিটি পথ পরীক্ষিত।
বইয়ের নাম "পিউরিফিকেশন অব দ্যা হার্ট"। যার লেখক,হামজা ইউসুফ হলেন একজন আমেরিকান ইসলামি নব্য-ঐতিহ্যবাদী, ইসলামিক পণ্ডিত এবং জায়তুনা কলেজের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ইসলামে শাস্ত্রীয় শিক্ষার একজন প্রবক্তা এবং সারা বিশ্বে ইসলামিক বিজ্ঞান ও ধর্মীয় মূলনীতি শিক্ষার পদ্ধতির প্রচার করেছেন।
সাধারণত আমরা যারা বিদেশী নন-ফিকশন বইগুলো ৩/৬ মাস করে প্র্যাক্টিস করি,তারা জানি এমন বইয়ের কদর।
আপনার হার্টকে পরিশুদ্ধ করতে পারে এই বইটি,যদি না আপনি বইটি পড়ে যেখানে ছিলো সেখানেই না রাখেন।
বইটির পড়ার ক্ষেত্রে আমার মতো আপনিও অবলম্বন করতে পারেন " প্রথমে বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ুন" "চোখ বন্ধ করে চিন্তা করুন,নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন!" "অন্তর অসুস্থ থাকুক আর না থাকুক,প্র্যাক্টিস গুলো মনে রাখুন।চর্চা করুন।অভ্যাসে পরিনত করুন"!
বইটি আপনাকে স্বাধীনতার বাইন্ডারী চিনাবে,আপনার আত্মার সুস্থতার জন্য প্রতিটি অসুস্থতা নিয়ে আলোচনা করবে,আপনাকে প্রতিকার দিবে।
বইটি আপনাকে সুন্দর একটা দৃষ্টি দিবে,যে দৃষ্টি স্বচ্চ কাচের মতো।
উদাহরণ দিয়ে বললে "ধরুন আপনি একটি বাসার চার তলায় থাকেন।আপনার জানালায় কাচ দিয়ে ডোর দেওয়া।আপনি চাইলেও খুলতে পারছেন না।
আপনার জানালার বাইরের আছে সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিকতা।
কিন্তু জানালায় ময়লা থাকার কারণে আপনি চাইলেও তা দেখতে পারছেন না।কিন্তু আপনি জানালাটি পরিষ্কার করুন।দেখবেন কত সুন্দর দেখাচ্ছে সেই নৈসর্গটাকে।"
আপনার হৃদয়টাকে এমন ভাবেই স্বচ্ছ করতে পারে এই বই।
এছাড়া অনেকে এমন আছেন,যারা জানেন হিংসা,অন্যায়,অপরকে ছোট করা,রিয়া না চাইতেও হয়ে আসে,সুন্দর চিন্তা নেই সহ নানা বিষয়গুলো এড়িয়ে চলতে হবে।কিন্তু আপনি জানেন না কিভাবে খুব সহজে এগুলোকে এড়িয়ে চলা যায়,তাহলে এ বইটিও আপনার জন্য। খুব চমৎকার ভাবে আপনাকে হাতে কলমে শিখাবে।
আমি ইংরেজি অনুবাদটা আগে পড়েছি,বাংলা পড়ার ক্ষেত্রে মনে হয়েছে দু-একটা বিষয় বাদ দেওয়া হয়েছে।
আজ কন্টেন্ট আর বাইরে আর কথা বলছি না।ভীষণ ভালো একটি বই,আনন্দের সাথে উপভোগ করুন।জীবনকে এক স্বচ্ছ আয়নায় দারুন এক ভার্সণে নিয়ে যান।
(আসুন মায়া ছড়াই)
সর্বশেষ :
বইটি আসলেই একটি ভালো বই। তাই বইটি পড়ুন, নতুন কিছু জানুন। পিউরিফিকেশন অব দ্যা হার্ট বইটিতে এমন কিছু জানতে পারবেন যা অন্য বইয়ে নাই।
Post a Comment