টাইম ম্যানেজমেন্ট বই রিভিউ | Time Management Book Review 2023
টাইম ম্যানেজমেন্ট বই রিভিউ পড়ে জেনে নিন বইটি সম্পর্কে। যারা বইটি এখনও পড়েননি, পড়ুন এবং নতুন আঙ্গিকে নিজেকে গড়ে তুলুন।
বইয়ের তথ্যাদি :
বইয়ের নাম : টাইম ম্যানেজমেন্ট
লেখক : ব্রায়ান ট্রেসি
বই রিভিউ :
টাইম ম্যানেজমেন্ট বইটি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই।
ব্রায়ান ট্রেসি রচিত টাইম ম্যানেজমেন্ট (সময় ব্যবস্থাপনা) বইয়ের চ্যাপ্টার আছে মোট ২১টি। আমি প্রথম চ্যাপ্টারের কিছু বক্তব্য তুলে ধরছি।
এভাবে পরবর্তী অধ্যায়গুলোর বক্তব্য তুলে ধরব এবং শেষে আলোচনা করব।
অধ্যায় ১ – সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞান।
প্রথম চ্যাপ্টারে ১০টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন বইটির বিষয়বস্তু সম্পর্কে বা বইটি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা।
১। আপনি কীভাবে চিন্তা করেন এবং নিজের সম্পর্কে কেমন অনুভব করেন― এই দুই জিনিস আপনার জীবনের গুণগত মান ধরে রাখতে অনেক বড় ভূমিকা পালন করে।
২। আপনার আত্মসম্মান তখনই বেড়ে যায় যখন আপনি কোনো কাজ দক্ষভাবে করতে পারেন। আর যখন তা ঠিকভাবে করতে পারেন না তখন আপনার আত্মসম্মান হ্রাস পায়।
৩। যেসব লোক তাদের সময়কে দক্ষভাবে পরিচালিত করে তারা আত্মবিশ্বাসী, ইতিবাচক মনোভাব নিয়ে থাকে এবং নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।
৪। আপনার বিশ্বাসই বাস্তবে পরিণত হয়। আপনি যা বিশ্বাস করবেন আপনি তাই হবেন।
৫। একটি সিদ্ধান্ত নিন। আপনি কীভাবে নতুন ও ইতিবাচক অভ্যাস গঠন করবেন? কার্যকারিতার চারটি ভাগ আছে: আকাক্সক্ষা, সিদ্ধান্ত, সংকল্প ও শৃঙ্খলা। একে একে রপ্ত করেন, তাহলে আপনার পক্ষেও সময়কে ঠিকভাবে পরিচালনা করা সম্ভব।
৬। একজনের জীবনে পরিবর্তন তখনই আসে যখন সে ভিন্ন কিছু করার জন্য দ্ব্যর্থহীন ও স্পষ্ট সিদ্ধান্ত নেয়। একজন দক্ষ সময়নিষ্ঠ ব্যক্তি হওয়ার প্রতি প্রথম ও প্রধান ধাপ হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়া।
৭। আপনি যখনই অতিরিক্ত কাজের চাপে আচ্ছন্ন থাকবেন তখনই একটু বিরতি নিয়ে নিজেকে বলবেন, ‘আমি সাজানো-গোছানো, পরিপাটি ও দক্ষ এক পুরুষ।’
৮। নিজেকে বলুন, ‘আমি একজন সময়নিষ্ঠ ব্যক্তি। আমি আমার সময়কে ঠিকভাবে কাজে লাগাই।’
৯। আপনি যেমন হতে চান, নিজেকে তেমন করে কল্পচোখে দেখুন।
১০। আজকে যদি আপনি নিজেকে একজন দক্ষ সময় ব্যবস্থাপক রূপে চিন্তা নাও করেন, কেবল ভান করেন তবুও দেখবেন আপনি আপনার কাজের মধ্যে এক ধরনের শৃঙ্খলা ও দক্ষতা অনুভব করছেন। প্রকৃতপক্ষে আপনি আপনার কাজ, অভ্যাস ও আচরণকে পরিবর্তন করতে পারেন যদি আপনি ‘অন্ততপক্ষে তা করার প্রতি ভানও করেন।’
উপসংহার :
টাইম ম্যানেজমেন্ট বইটি পড়ে সময় নিয়ে আমরা সচেতন হতে শিখতে পারবো। আমরা অযথা যারা সময় নষ্ট করে থাকি তাদের জন্য টাইম ম্যানেজমেন্ট বইটি হতে যাচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই।
রিভিউ লিখেছেন
~ আকিব
Post a Comment