গুগল ট্রেন্ড কি ? কেন, কিভাবে (A to Z)

গুগল ট্রেন্ড কি ?  কিভাবে ব্যবহার করা যায় ? 

ব্লগারদের জন্য এটার কোন সুবিধা আছে কিনা ? 


চলুন জেনে নিই বিস্তারিত গুগল ট্রেন্ড বিষয়ে। প্রথমেই জানবো এটি কি এবং এটার কাজ কি সেই বিষয়ে। 


গুগল ট্রেন্ড কি? :

গুগল ট্রেন্ড হচ্ছে এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি গুগলকে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ের ট্রেন্ডিং বিষয়গুলোর keyword জানতে পারবেন। ফলে আপনি সহজেই যেকোনো সময়ের ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারবেন। 



Google Trend বা গুগল ট্রেন্ড এর কাজ কি ? 

Google Trend  এর কাজ অনেক কিছু কিন্তু আমরা কোন প্রয়োজনে ব্যবহার করবো সেটা আমাদের বিষয়। তারপরও গুগল ট্রেন্ড এর কিছু কাজ এখানে উল্লেখ্য করলাম যাতে যারা গুগল ট্রেন্ড নিয়ে নতুন তারা জানতে পারেন বা ধারণা পেতে পারেন 


গুগল ট্রেন্ড এর কাজগুলো হচ্ছে 

  • বিশ্বের যেকোনো দেশের বা সারাবিশ্বের হট টপিক জানাবে। 
  • সময়ের আলোচিত বিষয় জানাবে। 
  • নির্দিষ্ট সময়ের হট টপিক খুঁজে দিবে।
  • কী ওয়ার্ড রিসার্চ করতে সাহায্য করবে। 
  • কী ওয়ার্ড কিভাবে ব্যবহার করলে ভিজিটররা সহজে খুঁজে পাবে সে সম্পর্কে জানতে সাহায্য করবে। 


গুগল ট্রেন্ড কিভাবে ব্যবহার করবেন ? 

গুগল ট্রেন্ড ব্যবহার করার নিয়ম বলতে গুগল ট্রেন্ড একটা আলাদা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট লিংক দিয়ে গুগল ট্রেন্ড ভিজিট করতে হবে। 


ওয়েবসাইট লিংক :


লিংকে ক্লিক করার পর আপনাকে নিচের মত একটা অপশন দেখাবে, যেখানে হরেকরকম অপশন এবং ফাংশন দেখতে পারবেন। এখন আপনি যদি Trending Keyword বের করতে চান তাহলে যে বিষয়ে বের করতে চান সেই বিষয়ে সার্চ বক্সে লিখে তারপর enter দিন। 


Enter দেওয়া হয়ে গেলে আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাবে। আপনি চাইলে এই পেইজের মধ্যে সর্বশেষ কতদিনের ট্রেন্ডিং কি ওয়ার্ড দেখতে চান সেটা নির্ধারণ করে দিতে পারবেন। নতুন যে পেইজে আপনাকে নিয়ে যাবে সেই পেইজে আপনাকে ট্রেন্ডিং টপিকের উপর গ্রাফ, Keyword সহ টপিকগুলো দেখাবে। যার মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট সময়ের হট টপিকগুলো খুঁজে বের করতে পারবেন।


গুগল ট্রেন্ড ব্যবহার করার ফলে আপনি ভিজিটরদের কাংখিত প্রশ্নটি কেমন হতে পারে, এর ধরন সহ প্রশ্নটি কি সেটাও জানতে পারবেন। যার মাধ্যমে আপনি Blogging এ একটা নতুন প্রভাব আনতে পারবেন। 



Google Trend ব্লগারদের জন্য কিভাবে কাজে আসবে ? 

হয়তো অনেকেই জানেন কিভাবে এটা ব্লগারদের কাজে আসতে পারে, আবার অনেকেই জানেন না। যারা জানেন না এই পোস্ট তাদের জন্য করা। Google Trend ব্যবহার করে আপনি Keyword খুঁজে আপনার ব্লগের জন্য সেই অনুযায়ী টিউটোরিয়াল প্রকাশ করতে পারবেন এতে ভিজিটর বাড়বে এবং কাংখিত পোস্টটি সহজেই র‍্যাংক করবে। তাছাড়া আপনি কী ওয়ার্ড এর মধ্যে তুলনা করে কোনটি অধিকতর সেটা বের করতে পারবেন এবং সেটার উপর লিখতে পারবেন সহজেই। 



২০২২ সালের গুগলের ট্রেন্ডিং বিষয়গুলো কি কি :

 সবচেয়ে বেশি সার্চ  করা হয়েছে যে বিষয়গুলো:

1) Wordle

2) India vs England

3) Ukraine

4) Queen Elizabeth

5) Ind vs SA

6) World Cup

7) India vs West Indies

8) iPhone 14

9) Jeffrey Dahmer

10) Indian Premier League


২০২২ সালে যে ১০ জন সম্পর্কে বেশি জানতে চেয়েছে :

1) Johnny Depp

2) Will Smith

3) Amber Heard

4) Vladimir Putin

5) Chris Rock

6) Novak Djokovic

7) Anna Sorokin (Delvey)

8) Andrew Tate

9) Rishi Sunak

10) Simon Leviev


২০২২ সালে যে মুভিগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে :


1) Thor: Love and Thunder

2) Black Adam

3) Top Gun: Maverick

4) The Batman

5) Encanto

6) Brahmāstra: Part One – Shiva

7) Jurassic World Dominion

8) K.G.F: Chapter 2

9) Uncharted

10) Morbius


২০২২ সালের সবচেয়ে বেশি যে সংবাদগুলো খুঁজা হয়েছে :


1) Ukraine

2) Queen Elizabeth passing

3) Election results

4) Powerball numbers

5) Monkeypox

6) Hurricane Ian

7) Johnny Depp verdict

8) Texas school shooting

9) Will Smith Oscars

10) Roe v Wade



এভাবেই গুগল ট্রেন্ড ব্যবহার করে আপনি সহজেই প্রতিবছরের প্রতিটি জিনিসের ইতিহাস পেয়ে যাবেন। 


সর্বশেষ :

গুগল ট্রেন্ড ব্যবহার করার মাধ্যমে জনপ্রিয় বিষয় এবং সেগুলোর প্রতি মানুষ বেশি আগ্রহী সেটাও জানতে পারবেন। তাহলে এখন থেকে Google Trend এর সুযোগ সুবিধা উপভোগ করুন। 

সবার জন্য শুভ কামনা রইল। 


Post a Comment

Previous Post Next Post