রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি বই রিভিউ পড়ুন জানুন বই সম্পর্কে।
বইয়ের তথ্যাদি :
বইঃ রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।
লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন
জনরাঃ থ্রিলার
প্রকাশনীঃ বাতিঘর
মুদ্রিত মুল্যঃ ৩৪০ টাকা
বই রিভিউ :
বইটির ফ্ল্যাপের কথা:
ছবির মতোই সুন্দর মফস্বল শহর সুন্দরপুর। প্রকৃতির শোভা ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। কিন্তু সবাই জানে রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি! কেন আসেন নি তারচেয়েও বড় প্রশ্ন, দূরদুরান্ত থেকে কেন সেখানে অনেকেই ছুটে আসে!
একদিন সুন্দরপুরে এক আগন্তুকের আবির্ভাব ঘটলো। তার গতিবিধি সন্দেহজনক, উদ্দেশ্য অস্পষ্ট। যে রহস্য সে জানতে চায়, সুন্দরপুরের খুব কম লোকেই জানে। অবশেষে সেই আগন্তুক আবিষ্কার করলো এক রোমহষর্ক কাহিনী! কিন্তু এই কাহিনী বলার মতো সুযোগ সে পাবে কি?
নিজস্ব রিভিউ :
বইটির নাম দেখে কনটেন্ট অনুমান করা বেশ কঠিন। প্রথম দিকে খাপছাড়া কাহিনীর জন্য বইটি পড়তে বেশ বিরক্ত লাগছিলো। শেষমেষ দম আটকানো ক্লাইম্যাক্স আর চমক লাগানো টুইস্টের মাধ্যমে বইটি মন
ছুয়ে যায়।
Post a Comment